
Bangladesh: DWRN discussed further with Labour Minister on Adopted Domestic Workers Policy
Details
BANGLADESH -
On 27 December 2015, Domestic Workers Rights Network (DWRN) organised a Discussion meeting where the State Minister of MoLE Mr. Mujibul Haque MP, Secretary Mr. Michail Shiper, Mr. Aminul Islam, Deputy Secretary and DWRN leaders were present as guests.
See below the press release (in Bengali only)
DWRN, Bangladesh discussion with Minister of MoLE on Domestic Workers Protection and Welfare Policy.
(Photo Credit: Domestic Workers Rights Network)
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৭ ডিসেম্বর ২০১৫
‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫’ বিষয়ে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর আলোচনা সভা অনুষ্ঠিত
প্রিয় মহোদয়,
শুভেচ্ছা নিবেন। দেশের সবচেয়ে অবহেলিত ও আইনি সুরক্ষা বঞ্চিত গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫’ অনুমোদন হওয়ায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে সকলকে অবহিতকরণ এবং নীতি বাস্তবায়নে ভবিষ্যত করণীয় সম্পর্কে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর উদ্যোগে আজ ২৭ ডিসেম্বর ২০১৫ রোববার বেলা ০২টা থেকে ০৫ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স এর ভাইস চেয়ারম্যান শিরীন আখতার এম.পি এর সভাপতিত্বে এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মুজিবুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, গত ২১ ডিসেম্বর গৃহকর্মীদের জন্য মন্ত্রী সভার বৈঠকে যে নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় । গৃহকর্মীদের স্বার্থ রক্ষায় শুধু নীতিমালা নয়, গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য আইন করা প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন করতে হবে, মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলেই গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ হবে, তাদের অধিকার বাস্তবায়িত হবে। সভ্য সমাজে থেকে গৃহকর্মীদের সঙ্গে আমরা অসভ্যের মত আচরণ করছি। তাদেরও যে অধিকার আছে, তা আমরা স্বীকার করি না। শুধুমাত্র মানসিক বিকারগ্রস্তরাই গৃহকর্মীদের সঙ্গে এমন আচরণ, তাদের উপর নির্যাতন করতে পারে, বলেন প্রতিমন্ত্রী।
এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন:
- ড. হামিদা হোসেন, আহ্বায়ক, শ্রমিক নিরাপত্তা ফোরাম
- মিকাইল শিপার, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়
- ডা. ওয়াজেদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব, বিল্স
- মেসবাহ উদ্দিন আহমেদ, সভাপতি, জাতীয় শ্রমিক জোট
- এডভোকেট সালমা আলি, নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি
- এড. বরকত আলি. উপ পরিচালক (আইন), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
- নাজমা ইয়াসমিন, পোগ্রাম কো-অর্ডিনেটর, বিল্স
এছাড়া জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, গৃহশ্রমিক সংগঠক এবং গৃহশ্রমিকগণ উপস্থিত ছিলেন।
ধন্যবাদান্তে
এডভোকেট নজরুল ইসলাম
এডভোকেসি অফিসার, বিল্স
০১৭১২৯৪১৮৬০
See more information: http://www.idwfed.org/en/updates/bangladesh-cabinet-clears-draft-policy-to-protect-domestic-workers-rights
Story Type: